রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুর জেলার বিরামপুরের সুনামধন্য আর্দশ হাইস্কুলে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম। আজ বুধবার (২৯ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় বিরামপুর আর্দশ হাইস্কুলের সভাপতি ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হকের সভাপতিত্বে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,১ নং মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সহকারী প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান,সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম,অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, সুধীমন্ডলী,অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ। সহকারী প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী জানান,লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ২২১জন ছাত্র ও ১২২ জন ছাত্রী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী নির্বাচিত হয়েছে বলে জানা যায়।।