রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ভিজিএফ ৫০ বস্তা চাল আটক ও চেয়ারম্যান আব্দুল মালক মন্ডলের বিরুদ্ধ মামলার দ্রত ব্যবস্হা গ্রহণ এবং বিধুবা,মাতত্বকালীন ভাতা,চল্লিশ দিনের কর্মসূচীর টাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযাগ ইউপি সদস্য ও ইউনিয়ন বাসি সমন্বয়ে মানববন্ধন করেছে বলে জানা যায়। আজ বুধবার (২০ জুলাই) সকাল ১১ ঘটিকায় বিরামপুর উপজলা গেটের সামনে বিরামপুর-গোবিদগঞ্জ মহাসড়কের পাশে ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এবিষয়ে ইউএনওকে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসি। ঘন্টাব্যাপী মানববন্ধনে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা তুেল ধরে বক্তব্য রাখন,ঐ ইউনিয়নর সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান,আনারুল ইসলাম চৌধুরী,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুল ইসলাম,১নং ওয়ার্ড সদস্য এখলাসুর রহমান,৫নং ওয়ার্ড সদস্য একলাছুর রহমান,ইউপি সদস্য আন্তাজ আলী প্রমূখ গণ। এতে ঐ ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগর নেতারা অংশ গ্রহণ করেন।
এবিষয়ে উপস্থিত ৪নং দিওড় ইউনিয়ন বাসি জানান,আব্দুল মালেক মন্ডল একজন মাদকাসক্ত ও সরবরাহকারী। তার এত সম্পদ তাহা সে অবৈধ পথে অর্জন করেছে। তারা আরও বলেন তার সম্পদের বিষয়ে আইনগত তদন্ত করলেই বেরিয়ে আসবে মূখ্য তথ্য। এদের পাশাপাশি ওয়ার্ড সদস্য গণ আরও জানান যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি চাল আর্ত্বসাতের চেষ্টায় এলাকার ভুক্তভোগীরা তা ধরে ফেলায় বেরিয়ে আসে নেপথ্যের মূল কাহিনি। এমন কোন অপকর্ম নাই যে তার দ্বারা হয় নাই। এরই ধারাবাহিকতায় সে এলাকার রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কর্তন,জনসাধারণের নিকট হতে অর্থ গ্রহণ করা সহ সকল প্রকার অনিয়মের সাথে জড়িত রয়েছে বলে জানান। তারা আরও জানান আব্দুল মালেক মন্ডলের অনিয়মের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন স্হানীয় প্রশাসন। উক্ত বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্হা গ্রহণের জোর দাবি জানান মানববন্ধনে অংশ গ্রহণ কারী জনতা।।