রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজলার এক পল্লীতে শত্রুতা করে এক কৃষকের ক্ষেত ও ভূট্টা ক্ষেতের গাছ উপড়ে ফল সহ সমুলে বিনষ্ট করা হয়েছে। এতে ঐ কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন জমির মালিক।
জানা গেছে,উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের মৃত:জহির উদ্দিন মন্ডলের ছেলে মোজাম্মেল হক ৩০ শতাংশ দলা জমি ক্রয় সূত্রে পেয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি তার সহোদর ভাই তোজাম্মেল ও মোফাছ্ছের ওরফে (ভূট্টু) ও আজিম ঐ জমি দাবি করেন। এমতাবস্হায় মোজাম্মেল হক তার ভাইদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করেন। গত ২৮ ফেব্রয়ারি উভয় পক্ষের উপস্হিতি ও সকল ডকুমেন্টস পর্যালোচনা করে উক্ত জমি মোজাম্মেল হকের স্বপক্ষে ইউপি চেয়ারম্যান রহমত আলী রায় প্রদান করেন। ঠিক ঐ দিন বৈকালে মোজাম্মেল হকের ৩০ শতক জমিতে রোপনকৃত বোরো ক্ষেতের ধান গাছ উপড়ে তুলে নিয়ে যায়। একই ভাবে অন্য দু’টি (১৩ শতক) জমি থেকে মোজাম্মেল হকের রোপিত ভূট্টা গাছ কেটে নিয়ে যায়। এ বিষয়ে উক্ত ঘটনায় এলাকার ও গ্রামের অনেক লোকজন তাহা দেখেন ও প্রতিবেক গণকে জানান,ঘটনা সত্য। ক্ষতিগ্রস্হ কৃষক মোজাম্মেল হক শূণ্য জমিতে দাঁড়িয়ে বলেন,ফসল বিনষ্ট করায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি প্রতিপক্ষকে দায়ি করে বলেন,এব্যাপার তিনি থানায় অভিযাগ করবেন বলে জানান।।