বিরামপুরে যুবদলের আনন্দ র‍্যালী

এমডি রেজওয়ান আলী , বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার যুব দলের নতুন আংশিক কমিটির অনুমোদনের জন্য
বিরামপুর উপজেলা ও পৌর যুব দলের আয়োজনে আনন্দ র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন
জেলা যুব দলের সদস্য ও সাবেক পৌর কমিশনার জোবয়াদুর রহমান জুয়েল, হাসানুজ্জামান হাসান, বিরামপুর উপজেলা যুব দলের সিনিয়র আহবায়ক জাকির হোসেন খন্দকার, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাড. মিঞা শিরন আলম, পৌর যুব দলের যুগ্ম-আহবায়ক রায়হান কবির জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আমির হামজা প্রমুখ। দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক (আংশিক) কমিটির সদস্যরা হলেন,আহবায়ক মাসুদুর ইসলাম মাসুদ, যুগ্ম-আহবায়কদ্বয় নুরে আলম হক খোকন, মাসুদ রানা, রবিউল আলম শামিম, সহিদুল ইসলাম সাজু, শামীমা আক্তার শামীম, ফরিজার রহমান তপন ও সদস্য সচিব রেজাউর রহমান রেজা।এসময়  বিরামপুর উপজেলা উপজেলা-পৌর যুবদল, ওয়ার্ড যুবদলসহ সকল ইউনিয়ন যুব দল, এবং অঙ্গ-সহযোগি সংগঠনের অনেক নেতা-কর্মীবৃন্দ’র পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Exit mobile version