বিরামপুর ব্লাড ব্যাংক ১০০০তম আলোচনা সভায় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক

অধ্যাপক মশিহুর রহমান,ব্লাড ব্যাংকর এডমিন প্রিন্স প্রমূখ।

রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরে বিরামপুর ব্লাড ব্যাংকের আয়োজনে এক বৎসর পূর্তিতে আলোচনা সভায় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। আজ বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ১০০০তম রক্তদান এবং রক্তদাতাদের উৎসাহিতকরণের লক্ষ্যে বিরামপুর সরকারি কলজ হলরুম অধ্যক্ষ ফরহাদ হােসনের সভাপতিত্ব মঙ্গলবার (১৮ জানু:) সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনর এম,পি শিবলী সাদিক,উপজলা চয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,উপজলা আওয়ামীলীগর সহ-সভাপতি শিবশ কুন্ড,বিরামপুর প্রসক্লাবর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান,ব্লাড ব্যাংকর এডমিন প্রিন্স প্রমূখ।
উক্ত আলোচনা সভায় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেন,স্হানীয় ভাবে প্রায় সকল উপজেলা শহরে ব্লাড ব্যাংক রয়েছে এরই ধারাবাহিকতায় আজ বিরামপুরে ব্লাড ব্যাংক এক বৎসর পূর্তিতে আলোচনা সভায় উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। এই ব্লাড ব্যাংক বিরামপুরে বর্তমান থেকে যাহা প্রয়োজন সকল প্রকার সার্বিক সহযোগিতা প্রদানের সূযোগ থাকবে। যেহেতু উক্ত ব্যাংকের কোন জায়গা নাই আপাতত বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুম ব্যবহার করতে পারবে। তিনি আরও বলেন,সরকারি কলেজ বিরামপুর দেড় বছরের মধ্যে এক হাজার জনের রক্ত প্রদান এবং ৮ হাজার রক্ত দাতা সংগ্রহ উপলক্ষ্যে বিরামপুর ব্লাড ব্যাংকর আলাচনা সভায় প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক এই সংগঠনক এক লাখ টাকা প্রদান করতঃ সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

Exit mobile version