রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত বি ইউনিট পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো (২০২০-২১) শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মূল পর্ব। বিগত বছরগুলোতে বিভিন্ন ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগ না উঠলেও এবার ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ মেডিকেলের এক শিক্ষককে আটকের ঘটনা ঘটে। এই ঘটনায় ১ বছরের কারাদ- দিয়েছেন ভর্তি পরীক্ষার কাজে নিয়োজিত থাকা ভ্রাম্যমাণ আদালত।
তবে সব কিছু ছাপিয়ে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই’ প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
এবারের ভর্তি পরিক্ষায় তিন ইউনিটে কোটা ছাড়া মোট চার হাজার পাঁচটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। এ হিসাবে প্রতি আসনে লড়াই করেছে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিন ইউনিটে আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এছাড়া একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফটে তুপুর ১টা থেকে ২টা এবং সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল প্রকাশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে জানান, ৮ আগস্টের মধ্যেই সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেয়া হবে। তবে এর আগেই আমরা দিতে পারব বলে আশা করছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। এছাড়া ১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সকলের সহযোগিতায় তিনদিন ব্যাপি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আন্তরিকভাবে সহযোগিতা প্রদানের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক, স্থানীয় এলাকাবাসী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রশাসন, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের কর্মকা-ে অনরূপ সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন ভিসি।##
শাহাজালাল ইসলাম তুহিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়