____________________________________________
চট্টগ্রাম : অদ্য রবিবার (৭ মে ২০২৩ ) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর সাথে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে সংগঠনের “উপদেষ্টা” হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিনকে মনোনয়ন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, চট্টগ্রাম কলা কেন্দ্রের সাধারণ সম্পাদক সংগীতশিল্পী সুজিত ভট্টাচার্য্য দোলন, শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া প্রমুখ।
আরও উল্লেখ্য যে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী।
বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন: বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ