রাজধানীর মিরপুর ২ জি ব্লক ৩ নম্বর রোডের নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রশিদ(৯৫) আজ ৮ ডিসেম্বর ভোর ৪.৫০ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে এবং অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুম বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রশিদ মিরপুর উত্তর থানা জামায়াতের আমীর জনাব মনিরুল ইসলাম এর পিতা।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রশিদের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহম্মদ সেলিম উদ্দিন এক শোক বিবৃতি প্রদান করেছেন।
জনাব মুহম্মদ সেলিম উদ্দিন বলেন ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ, সদালাপী, সমাজসেবক ও দানবীর ছিলেন।তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার ভাল কাজগুলো কবুল করে আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,আমরা দোয়া করছি আল্লাহ তায়ালা আপনাদেরকে শোক বহিবার ক্ষমতা দান করুন।
মরহুমের নামাজে জানাজা আজ সকাল সাড়ে আটটায় মিরপুর নূরানী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।মরহুমের জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।এতে এলাকার বিশিষ্টজন, জামায়াতে ইসলামীর স্থানীয় ও মহানগরীর নেতৃবৃন্দসহ মুসুল্লীগণ অংশ গ্রহণ করেন।
জানাজা শেষে পটুয়াখালী নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্যে লাশ নিয়ে যাওয়া হয়।