বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ। ফাইল ছবি:
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সোনালীনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ।
এছাড়া বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমান রিপন।
এবিষয়ে বুধবার সন্ধ্যা ৬টায় ডিবি এবং সাড়ে ৭টায় প্রেস ব্রিফিং করবে র্যাব।
উল্লেখ্য, নিখোঁজের ৩ দিন পর গত ৭ নভেম্বর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের অর্ধগলিত মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।