রংপুর বিভাগীয় প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ ২৮ অক্টোবর সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী। এর আগে সকাল থেকে চলা ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী সংবাদ সম্মেলনে বলেন, ক্যা¤পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য, হল দখলকারী, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। এ ব্যাপারে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি নিয়ে এসময় উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে গেজেটের ৪ (গ) অনুযায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবে না। এটা ¯পষ্ট আছে। এত দিন ধরে কীভাবে হলো, কেন হলো তা অনুসন্ধান করা হবে। এখনো যদি কেউ রাজনৈতিক সংগঠনের সদস্য হয়ে থাকে. আমরা তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ক্যা¤পাসে লেজুড়বৃত্তি রাজনীতি নিষিদ্ধ করায় বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর কখনো যেন ক্যা¤পাসে রাজনীতি ফিরে না আসে এমন দাবি জানিয়েছেন তাঁরা। বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম বলেন, আমরা ক্যা¤পাসে রাজনীতি বন্ধের দাবিতে গণ স্বাক্ষর করেছিলাম। এখন রাজনীতি বন্ধ ঘোষণা করলেন উপাচার্য। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় পাওয়া। শহীদ আবু সাঈদের ক্যা¤পাসে যেন কখনো আর লেজুড়বৃত্তির রাজনীতি ফিরে না আসে। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জীম আক্তার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক একটি ঘটনা হয়ে থাকবে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি। ক্যা¤পাসের সন্ত্রাস রাজনীতি বন্ধ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হলো।
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
কুড়িগ্রাম প্রতিনিধি : মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে ১১তম স্হান অর্জন করেছে কুড়িগ্রামের উলিপুরের তৌফিকুর রহমান তরঙ্গ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস...