রংপুর বিভাগীয় প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়র (বেরোবি) তিন শিক্ষকের নিয়োগ জালিয়াতির অভিযোগের বিষয়ে তথ্য অনুসন্ধানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১০৮তম সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ২৮ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এসক কথা বলেন। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ, ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের ইউসুফ এবং গণিত বিভাগের আইরিন আক্তারেরর নিয়োগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ গেছে। তারা ওই অভিযোগ দায়েরের কপিটা আমাকে দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এছাড়া বিভিন্ন পত্রিকার মাধ্যমে তাদের অবৈধ নিয়োগের অভিযোগের বিষয়টি জানা গেছে। তিনি আরও বলেন, এটা গুরুতর বিষয়। আমরা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো কিছু না করি, তাহলে এই অভিযোগে আমাদেরও দায়ী করা হবে। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং (তথ্য অনুসন্ধান) কমিটি গঠন করা হবে। এসব অভিযোগ যদি সত্য হয়, আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরআগে উপাচার্য বলেন, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকান্ড ও শিক্ষার্থী নিপীড়নে বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক, ৭ কর্মকর্তা-কর্মচারী ও ৭২ জন শিক্ষার্থী অভিযুক্ত হয়েছে। যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এ হত্যাকান্ড ও শিক্ষার্থী নিপীড়নে জড়িত তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা রুজু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা আচরণ বিধি ২০১৮ মোতাবেক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত তাদের ছুটি মঞ্জুর না করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী ছাত্রত্ব শেষ করেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। যাদের ছাত্রত্ব আছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বেরোবির ৩ শিক্ষকের নিয়োগ জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত
-
by admin
- Categories: বাংলাদেশ, বাংলাদেশের সকল ক্যাম্পাস
Related Content
ব্রাহ্মণপাড়ায় রান্না করতে গিয়ে আগুনে পুড়ে এক সন্তানের জননীর মৃত্যু!
by admin ২২/০১/২০২৫
অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে দূর্বৃত্তের হামলায় এক যুবক মারাত্মক আহত
by admin ২২/০১/২০২৫
লক্ষ্মীপুরে দুই দিন ব্যাপী তথ্য মেলার আয়োজন
by admin ২২/০১/২০২৫
ফ্যাসিবাদ যেন অর ফিরে না আসে সেই শপথ নিয়ে আমরা মাঠে নেমেছি : এ্যানি
by admin ২২/০১/২০২৫