ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নিউইংল্যান্ড (ডুয়ানি)’র কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে যে সমস্যা দেখা দিয়েছিলো অবশেষে তার সমাধান হয়েছে। ডুয়ানি’র সাবেক দুই সভাপতি সাইমন সাবির ও মনির সাজি’র প্রচেষ্টায় এবং অধিকাংশ সদস্যদের সিদ্ধান্তে গত সপ্তাহে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটি শিগিগির নতুন পুর্নাঙ্গ কমিটি গঠনের সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
নতুন কমিটির সদস্যরা হলেন আহবায়ক সাইমন সাবির, সদস্য যথাক্রমে-ড. সৈয়দ মনসুর, ড. খন্দকার করিম, অধ্যাপক আহমেদ হাসান ও মনির সাজি। এ কমিটি নতুন ভোটার তালিকা তৈরি, গঠনতন্ত্র সংশোধনসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সংশোধিত সংবিধান নিউ ইংল্যান্ড এলাকার (বোস্টনের বাইরের) অ্যালামনাইদের অন্তর্ভুক্তির ব্যবস্থা রেখে সংগঠনটি নতুন নামে আত্মপ্রকাশ করবেন বলে মিটিংয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিটির আহবায়ক সাইমন সাবির জানিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নিউইংল্যান্ড (ডুয়ানি)’র কমিটি নিয়ে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠে। পক্ষপাতিত্ব ও ভূয়া ভোটার তালিকা তৈরির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সংসদ ডুয়ানি’কে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালান একটি স্বার্থন্বেষী মহল। শেষ পর্যন্ত ডুয়ানি’র কমিটি গঠনে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতা অপব্যবহারের বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সাবেক সভাপতি ডা. আব্দুল হাকিম আদালতে দায়ের করা মামলায় জিতেছেন বলে দুইবার ভূয়া দাবি তোলেন। অথচ আদালত কখনো কোনো রায় (ভার্ডিক্ট) দেয়নি। তিনি দীর্ঘ এক বছর ধরে কমিটির নানা বিষয় গোপন রেখেও তাতে সফল হননি।তিনি আলোচনায় বসেও সামনা সামনি সাধারন সদস্যদের কোনো প্রকার সদুত্তরও দিতে পারেননি।
ভোটার তালিকা তৈরিতে ডা. আব্দুল হাকিম চরম অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মনগড়া ভাবে নিজের পছন্দের লোকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করেন। অপরদিকে সাইমন সাবিরের পাঠানো আবেদনকারীদের নানা প্রশ্নবাণে জর্জরিত করেন। তাতেও ফল না হলে শেষে ৫৮ জন আবেদনকারীকে অযোগ্য বলে ঘোষনা করেন। এ বিষয়টি নিয়ে সাধারন সদস্যদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিলে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
২০১১ সালে বোস্টনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক সাবেক ছাত্রের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নিউইংল্যান্ড (ডুয়ানি) নামে এ সংগঠনটির কমিটি গঠন করা হয়।
বোস্টনে ঢাবি অ্যালামনাই ডুয়ানি’র আহবায়ক কমিটি গঠন
