ভাষা শহীদ রফিকের স্মরণে ২১শে ফেব্রুয়ারিতে মানিকগঞ্জ জেলা সদরের নবগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নবগ্রাম দ্বিগি¦জয়ী ক্লাবের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ ও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী হাসান-আল-মেহেদী সুহাস। নবগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলামের সভাপতিত্বে নবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো: শাহজাহান, নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইলিয়াস কবির খন্দকার এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন ।
ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষা শহীদ রফিকের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উৎসবমুখর পরিবেশে গ্রামের সর্বস্তরের মানুষ দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য ১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নিভৃত পল্লী পারিল গ্রামে (বর্তমান রফিকনগর) বাবা আবদুল লতিফ ও মা রাফিজা বেগমের ঘর আলো করে জন্মগ্রহণ করেন বাঙালি ইতিহাসের এই প্রাণপুরুষ।
জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চান, মিয়ানমারই তাদের মাতৃভূমি
মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও পদক্ষেপ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব...