মোঃ আনোয়ার হোসেন, ভূঞাপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের ভূঞাপুরে বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের ল্যাব এসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর, আয়া ও অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা তৃতীয় বারের মত স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৭ সেপ্টেম্বর) এসব শুন্য পদে একজন করে লোক নিয়োগের কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়। এই মাসের ৭ তারিখে পরীক্ষা দ্বিতীয় বার স্থগিত করে। এতে ক্ষোভ প্রকাশ করে পরীক্ষা দিতে আসা নিয়োগ প্রার্থীরা। তারা জানায় বার বার পরীক্ষা নেওয়ার কথা বলে আমাদের ডেকে আনে আবার কোনো কারণ ছাড়াই তা স্থগিত করে দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম জানান, এই নিয়োগ পরীক্ষার জন্য পত্রিকায় পাঁচবার বিজ্ঞপ্তি দিয়েছি, এক বার বিজ্ঞপ্তি ভুল হয়ে ছিল আর একবার কোনো প্রার্থী উপস্থিত হয় নাই। কোনো এক অদৃশ্য শক্তির কারনে বার বার নিয়োগ পরীক্ষা স্থগিত করতে হচ্ছে। এতে করে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও কম্পিউটার ল্যাব পরিচালনা করা দারুণ ভাবে ব্যহত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, কাউকে কিছু অবগত না করে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই তাদের ইচ্ছেমত তারিখ নির্ধারণ করে আজ সকালে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, এই নিয়োগে বড় অংকের টাকা লেনদেনের কারনে কাউকে না জানিয়ে কমিটি চুপিচুপি যেন তেন পরীক্ষা নিয়ে নিয়োগ দেয়ার পায়তারা করছে।
ভূঞাপুরে উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত।
-
by admin
- Categories: ঢাকা বিভাগ, বাংলাদেশ
Related Content
চরমোনাই পির এবার ইসলামি দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে
by admin ২১/০১/২০২৫
৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
by admin ২০/০১/২০২৫
পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান
by admin ২০/০১/২০২৫
ঘোড়াঘাটে পতিত জমিতে কমলার বাগান, প্রথমবারেই সফল বদরুল
by admin ২০/০১/২০২৫
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
by admin ২০/০১/২০২৫