মধুখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আনোয়ারুল ইসলাম জামলি, ফরিদপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
২৭অক্টোবর ২০২৪খ্রি. রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা শাখার আহবায়ক এসএম মুক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুলের সঞ্চালনায় পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় নিউ জননী স্পেশালাইজড হসপিটাল চত্বরে আয়জিত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফরিদপুর-১আসনেরসাবেক সাংসদ ও বাংলাদেশ জাতীয়াতাবাদী কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান,সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল,পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ,ফরিদপুর জেলা যুবদল সহ-সভাপতি মোঃ আব্দুল আলীম মানিক,উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়,মোঃ শরিফুল ইসলাম ফকির,সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যা ও মোঃ ইয়াসিন বিশ্বাসসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সেচ্ছায় রক্তদান,বিভিন্ন রোগের চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে।

Exit mobile version