মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি বেলাল

উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক,

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি)
রাজনৈতিক অঙ্গনে মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে ব্যাপক পরিচিতি অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের হৃদয়ে পৃথক জায়গা করে নিয়েছেন উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন  আদর্শিক ও তরুণ নেতৃত্ব দেওপাড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল। আর ইউনিয়ন পরিষদ থেকে বেলালের নেবার কিছু নাই, তবে দেবার অনেক আছে, কারণ একটা ইউপির ৫ বছরে যে উন্নয়ন বাজেট হয়, তার থেকে বেশী টাকা বেলাল প্রতিবছর আয়কর হিসেবে সরকারের কোষাগারে প্রদান করেন। রাজনীতিতে থেকে সাধারণ মানুষের জন্য কোনো কিছু করতে চাইলে একটা চেয়ার দরকার হয়, সেই চেয়ারের জন্যই বেলালের ইউপি নির্বাচনে আশা।
জানা গেছে, দেশের গতানুগতিক রাজনীতিতে অধিকাংশ নেতা যখন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে তাদের দেয়া প্রতিশ্রুতি ভুলে যায়, তখন বেলাল উদ্দীন সোহেল ব্যতিক্রম। তিনি যে একজন মানবিক নেতৃত্ব সেটা তিনি তার কর্মকান্ড দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ইউপির নিপিড়ীত-নির্যাতিত, অসহায়-হতদরিদ্র-ছিন্নমুল মানুষের আশ্রয়াস্থলের অপর নাম বেলাল উদ্দীন সোহেল। তিনি  রাজনীতিতে আত্মপ্রকাশের পর স্থানীয় সাংসদের পক্ষে ব্যক্তি উদ্যোগে ক্ষমতার বাইরে থেকেও ইউপির এসব অসহায় মানুষের জন্য যা করেছেন, ইউপি সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত্য কেউ চেয়ারম্যানের চেয়ারে বসে সেটা করতে পারেননি। সমাজের অসহায় ছিন্নমুল মানুষগুলো যখন ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে গরম কাপড় কিনতে পারে না, আবার না পারে পেট ভরে খাবার, না পারে অসুখ হলে চিকিৎসা করাতে। বিভিন্ন এলাকায়
রাতের সময় দেখা যায় কীভাবে, শীতবস্ত্রহীন মানুষগুলো নিদারুণ কষ্টে রাত যাপন করে। তাদের নেই কোনো শীত নিবারণ করার সম্বল। অসহায় ছিন্নমুল এই মানুষ গুলোর কষ্ট  দেখে মানবিক নেতৃত্ব বেলালের
মন কাঁদে তাই  তিনি নেতাকর্মীসহ
বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এসব মানুষগুলোর মাঝে চাদর-কম্বল বিতরণ করেছেন। এ এক অন্যরকম অনুভূতি বেলাল তার কর্মী-সমর্থকদের শেখাচ্ছেন কি ভাবে মানুষের উপকার করতে হয়। মানবতা কি তিনি তার পরিবারকেও বুঝিয়ে দিচ্ছেন।  জানা গেছে, হাদিস শরিফে উল্লেখ আছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় মানুষকে খাদ্য দান করেছে, সেদিন (রোজ কিয়ামতের দিন) তাকে খাদ্য দান করা হবে। যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে, তাকে সেদিন পানি পান করিয়ে তার পিপাসা দূর করা হবে। যে মানুষকে বস্ত্র দান করেছে, তাকে সেদিন বস্ত্র পরিধান করিয়ে তার লজ্জা নিবারণ করা হবে। ইউপিবাসী বেলালের পরিবারের প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসব মানুষ বলেন, আল্লাহ পাক এই পরিবারকে সুস্থ আর রহমতে পরিপূর্ণ করে রাখুক তারা যেনো সব সময় তাদের পাশে থাকতে পারেন। এবিষয়ে দেওপাড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল বলেন, এটা তার পরিবারের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস,  তিনি তার সাধ্যমত চেস্টা করে যাচ্ছেন মাত্র, তিনি বলেন, মানুষ যদি মানুষের পাঁশে না দাঁড়ায় তবে কে দাঁড়াবে, তিনি বলেন,সবাই যে যার অবস্থান থেকে এভাবে অসহায় মানুষ গুলোর পাশে দাড়ান দেখবেন সবার অনেক ভালো লাগছে। তিনি বলেন, মানুষের জন্য ভাল কিছু করার মতো মহৎ উদ্দশ্যে নিয়ে তিনি রাজনীতি করেন, তিনি বলেন ক্ষমতা নয় মানুষ হিসেবে অসহায় মানুষের কতটুকু উপকারে আসতে পারলাম সেটাই তার মুল লক্ষ্য।#
Exit mobile version