প্রেস বিজ্ঞপ্তি
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানব হিতৈষী সম্মাননা পেলেন ওয়েদার এন্ড ক্লাইমেন্ট চেঞ্জ গ্রীণ হাউজ ইফেক্ট লিমিটেড এর চেয়ারম্যান মোঃ নূর কামাল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার বিকাল ৪.৩০ মিনিটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাকরাইল ঢাকা এর সেমিনার হলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ. কে. এম. আমিনুল হক এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডাঃ মোঃ আনিসুর রহমান খান, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ফোরাম এর চেয়ারম্যান লায়ন এম. এস শিবলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক আকবর সিরাজী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরউদ্দিন মিয়। আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল খালেক, প্রাইম গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, তিতাস গ্যাস এর সাবেক মহাব্যবস্থাপক ও সাবেক ছাত্রনেতা মোঃ ইয়াকুব খান দুলাল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা করিম, গোপালগঞ্জ বিএনপির সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মুন্সী আসলাম, বগুড়ার সোনাতলা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ এমদাদুল হক বাদশা, এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, নোয়াখালী চাঁটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ লিয়াকত আলী ভূট্টো, মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলআমিন খান, জিয়া পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু, নিউ ইয়র্ক স্টেট বিএনপির (ইউএসএ) সভাপতি ওয়ালি উল্লাহ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ সাঈদ উর রহমান, কুমিল্লার লাকসাম পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ডেন্টাল চিকিৎসক সোসাইটির সেক্রেটারী ডাঃ এম এ শাহজাহান মজুমদার, ওয়েদার এন্ড ক্লাইমেট চেঞ্জ গ্রীন হাউজ ইফেক্ট লিঃ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নূর কামাল, বিশিষ্ট কবি ডাঃ দেবিকা রানী হলদার। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এস এম ইদ্রিস আলী। সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোঃ মঞ্জুর হোসেন ঈসা। ধন্যবাদ জ্ঞাপন করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু। ইতিপূর্বে তিনি জাতিসংঘ আয়োজিত ভিয়েনায় জলবায়ু পরিবর্তনে ইউএন পদকপ্রাপ্ত হন। ওই অনুষ্ঠানে বিশ্বের ৭১টি দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন অংশগ্রহণ করেন। নূর কামাল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি একজন সংবাদপত্রসেবী। মফস্বল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের তিনি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।