আপনি মানেন আর না মানেন।
মানুষ প্রথমত বিয়ে করে বৈধভাবে শারীরিক চাহিদা পুরণ করার জন্য।
দ্বিতীয়তঃ নিজের উত্তরিধাকারী রেখে যেতে।
মানুষ সামাজিক জীব।
এই সমাজেই সে বড় হয়।চলাফেরা করে,বিভিন্ন কর্মের মাধ্যমে সমাজে তার অস্তিত্ব জানান দেয়।
কিন্তু একটা সময় প্রকৃতির নিয়মে,,
সবার চলে যেতে হয়।
তার চলে যাবার পরও যাতে কেউ পৃথিবীতে, সমাজে তার উপস্থিতির জানান দিতে পারে,
সেই জন্যও বিয়ে করে এবং বংশবিস্তার করে।
তাছাড়া ইসলাম ধর্মমতে বিয়ে ফরজ।
বিয়ে করলে দ্বীন পুর্ণতা পায়।
ঈমান আমল সঠিকভাবে পালিত হয়।
আর সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হচ্ছে,,
বিয়ে মানসিক শান্তি দেয়।
দিনশেষে কঠোর পরিশ্রম ও হাজারো ঝামেলা থাকা সত্ত্বেও যদি বউকে বুকে নিয়ে শুয়ে রাত্রি যাপন করেন,,।
প্রকৃতি প্রদত্ত যে মানসিক শান্তি টা পাবেন।
তা আর অন্য সকলকিছুর উপরে।
সকল শান্তি র উর্ধে।
বিশেষ দ্রষ্টব্য :লেখক অবিবাহিত 😄😁