মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সংকেত সংস্থার উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আবুরহাট বাজারস্থ সংস্থার কার্যালয়ে এসব চারা বিতরণ করা হয়। সংকেত সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ লাল ভৌমিকের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় আয়োজিত চারা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা সাইদুল হক।
চারা বিতরণ কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, সংকেত সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক এনায়েত উল্ল্যাহ, হাফেজ আবুল বশর, মাষ্টার মহি উদ্দিন, আজিজুল হক প্রমুখ। বিতরণকৃত ফলজ চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, নারিকেল, লিচু, পেয়ারা, জাম্বুরা, জলপাই, আমলকী, ডালিম, সুপারি ও সফেদা।
সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল জানান, ১৯৭৮ সালের ৫ জানুয়ারী উক্ত সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উক্ত সংগঠন সাহিত্য, সাংস্কৃতিক ক্রীড়া ও সামাজিক কার্যক্রম ছাড়াও বৃক্ষরোপণ, খাল খনন, সড়ক সংস্কার, মাদক ও যৌতুক বিরোধী কর্মসূচি, নৈশ বিদ্যালয় চালুকরণ ও পরিচালনা, চক্ষু শিবির, শিক্ষা উপকরণ বিতরণসহ সকল প্রকার সামাজিক ও মানবিক কাজের মধ্যদিয়ে মানুষের কল্যাণে সবসময় সক্রিয়ভাবে নিয়োজিত ছিল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিভিন্ন ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও গত ১৭ নভেম্বর চাল বিতরণ এবং সর্বশেষ ১৯ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়।# এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি,