মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির কার্যালয়ে জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের সার্বিক তত্বাবধানে এসময় বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী মাঈন উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ভেন্টার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম মামুন, বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর, সাধারন সম্পাদক কাজী মো. ওমর ফারুক, বারইয়ারহাট পৌরসভার সচিব সমর কান্তি চাকমা, পৌরসভার প্রধান নির্বাহী আব্দুল হক চৌধুরী রায়হান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বারইয়ারহাট শাখা ইনচার্জ আনোয়ার হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, পুস্পিতা কম্পিউটার এন্ড সিসিটিভি জোনের সত্বাধিকারী জালাল উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মো. ইউসুফ মানিক, সহ-সভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ হাজী মির্জা রুহুল আমিন, সহ- কোষাধ্যক্ষ শামসুদ্দীন ভূঁইয়া, প্রচার সম্পাদক জাহেদ হোসেন বাপ্পী, সদস্য আজিজুল হক, আব্দুল মান্নান বাবুল, দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, নুরুল আবছার, সাইফুল ইসলাম শাহীন ও ফিরোজ ভূঁইয়া।
এসময় বারইয়ারহাট পৌরবজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা তাদের মতামত ব্যক্ত করেন। তারা বলেন, বারইয়ারহাট পৌরবাজার মিরসরাই উপজেলার মধ্যে সবচেয়ে বড় এবং পাশ্ববর্তী কয়েকটি উপজেলার মধ্যে বিখ্যাত বাজার। এই বাজারের সর্বাতœক নিরাপত্তা জোরদার করা অতীব জরুরী। সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, ফুটপাত দখল করে দোকান স্থাপন, যত্রতত্র গাড়ির স্ট্যান্ড, সড়কের উপর বাজার বসানোসহ বিরাজমান নানা সমস্যা সমাধানের ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেন। সবার বক্তব্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে জোর দেওয়া হয়।
ভূঞাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ও চেক ফেরত দেয়ার কথা বলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপ-সহকারি...