মিরসরাইয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশুর মরদেহ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশু সৃজল নাথ অভির (৫) মরদেহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির পাশের পুকুরে তার দেহ ভেসে উঠে। নিহত অভি উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের মহেন্দ্র দেব নাথের বাড়ির তপন দেবনাথের পুত্র।

জানা গেছে, সোমবার বিকেল ৩ টার দিকে সৃজল নাথ অভি নিখোঁজ হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের ৪ ঘন্টা পর সন্ধ্যায় সাড়ে ৭ টায় বাড়ির পাশের পুকুর ভাসমান অবস্থায় অভির নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি পানিতে ডুবে মারা গেছে নাকি অন্য কিছু। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, করেরহাট ইউনিয়নের শিশু সৃজল নাথ অভি (৫) নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল। নিখোঁজ ডায়েরি ১০ মিনিট পর বাড়ির পাশের পুকুরে শিশুটির দেহ ভেসে উঠে। সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, হাসপাতাল থেকে শিশু অভির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে কোন কিছু পাওয়া যায়নি। শিশুর পরিবার লিখিত আবেদন করেছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দেওয়ার জন্য।

Exit mobile version