মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বনভোজনে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে নিয়ন্ত্রণ হারানো বাস চাপা পড়ে এক পথচারী অজ্ঞাত (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ৬ শিক্ষার্থী। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭ টায় উপজেলার মিঠাছড়া বাজারের মুচিপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এই দুর্র্ঘটনা ঘটে। আহতরা হলেন কলেজ শিক্ষার্থী শাখাওয়াত হোসেন, আশিক ও আঁখি। বাকীদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, বার্ষিক শিক্ষা সফরের উদ্দেশ্য বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের শিক্ষার্থীরা কক্সবাজারে যাত্রা করে। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছরা এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে একটি গাছসহ খাদে আছড়ে পড়ে। এতে বাস চাপায় অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়।
নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাশ বলেন, ‘দুইটি বাসযোগে বার্ষিক শিক্ষাসফর উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২ টায় নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি। পথে মিঠাছরা এলাকায় মহাসড়কের উপরে উঠে যাওয়া এক পথচারীকে বাঁচানোর সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি মহাসড়কের বাইরে ছিটকে পড়ে। সেই পথচারী বাসের নিচে চাপা পড়ে মারা যায়। দুর্ঘটনায় আমাদের ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে পুনরায় অন্য একটি বাসে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করি।’
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মিঠাছড়া বাজারের মুচি পোল এলাকায় নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের শিক্ষার্থীরা বনভোজনে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় এক অজ্ঞাত পথচারী (৫০) নিহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। পরিচয় শনাক্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাস যাত্রীদের পরবর্তীতে অন্য একটি বাসে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।