মিরসরাই প্রতিনিধি
স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মিরসরাই উপজেলার ২২ পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা করেছে বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতি-ঢাকা। বৃহস্পতিবার সকালে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের বন্যার্ত ২২ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান সুপ্রিম কোর্টের এডভোকেট মো. মুজাহিদুল ইসলামের তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতি-ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নুরুল হুদা আনসারী, সমিতির অর্থ সম্পাদক এহসানুল হক, সমিতির প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, সহকারী এ্যার্টনী জেনারেল আলম খান, সমিতির নির্বাহী সদস্য আব্দুল মান্নান।
বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতি-ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা আনসারী জানান, মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামীর দিনগুলোতেও সমিতির পক্ষ থেকে জনকল্যাণমূলক কর্মকান্ড সম্পাদন অব্যাহত থাকবে।
নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয়: জাতিসংঘ
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয় বলে মন্তব্য করছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক...