মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মিরসরাই প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩০০ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে তেতৈয়া বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় কাটাছরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল,৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম মিয়াজী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অহিদুল আলম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি নেতা অহিদ সওদাগর, হিন্দু নেতা অজিত নাথ, প্রফুল্ল নাথ, অসোক নাথ, অপু নাথ, বাসুদেব প্রমুখ।

এসময় এডভোকেট আলীউল কবির ইকবাল বলেন, বন্যার শুরু থেকে আমরা স্থানীয়ভাবে বন্যা কবলিত পরিবারগুলোর খাওয়া ও আশ্রয়ের ব্যবস্থা করেছি। বন্যার পানি কমে যাওয়ায় সবাই যার যার বাড়িতে ফিরে গেলেও কর্মসংস্থান ও অর্থাভাবে অনেকের চুলায় রান্না ঝুটছেনা‌। তাই এমন অর্ধশত পরিবারকে অন্তত ৩ দিন চলতে পারে সেই হিসেবে ত্রাণ সহায়তা করার চেষ্টা করেছি।

Exit mobile version