মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ১ হাজার ৩ শত রোগী। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন প্রফেসর ডা. এস. এ. ফারুকের সৌজন্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, চক্ষু শিবিরে ১ হাজার ৩ শত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ৮ শত জন রোগীর ডায়াবেটিস পরীক্ষা, ২ শত জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য বাছাই করে অপারেশনের ব্যবস্থা, বিনামূল্যে আড়ইশত চশমা বিতরণ ও প্রায় ১ লক্ষ টাকার ঔষুধ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস.এ ফারুক, লায়ন্স জেলা-৩১৫, বি-৪ এর জোন চেয়ারপার্সন মঈন উদ্দিন, শেফা ইনসান হাসপাতালের ডা. সাইফুল ইসলাম, ডা. অনুপম কর্মকার, ডা. শাহাদাত হোসেন, হাসপাতালের ম্যানেজার ফেরদৌস খান, লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও আসিফুল ইসলাম, সদস্য তৌফিকুল ইসলাম তপু, লিও মাহিম উদ্দিন, লিও আহসান সাকিব, লিও নাজমুল রিফাত ও লিও আব্দুল্ল্যাহ আল নোমানসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।