মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং অভিযান পরিচালনা করছে মিরসরাই উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ মার্চ) আবুতোরাব বাজারে মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানকালে শাহাব উদ্দিন স্টোর, বাবু স্টোর নামক দুইটি নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া একই অপরাধে একটি ফলের দোকানের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, অভিযানকালে সকল দোকান মালিককে ন্যায্যমূল্যে পন্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মিরসরাই উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।
মিরসরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ দোকানীকে জরিমানা
