মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার আবুরহাট বাজারে অগ্নিকান্ডে পুড়ে গুরুতর আহত
ব্যবসায়ী নিজাম উদ্দিন (৪২) শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে রাজধানীর
শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত নিজাম
উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোড়াতলী
গ্রামের মিয়ন সওদাগর বাড়ির মোহাম্মদ মিয়নের পুত্র। ৩ কন্যা ও ১ পুত্র
সন্তানের জনক নিজাম আবুরহাট বাজারের আমান উল্ল্যাহ মার্কেটের
নিজাম বেডিং হাউজের মালিক এবং ৭ নং কাটাছরা ইউনিয়ন
আওয়ামী লীগের সদস্য।
আমান উল্ল্যাহ মার্কেটের মালিক ফিরোজ উদ্দিন বাবলু জানান, গত
মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে আমান উল্ল্যাহ মার্কেটে
নিজামের লেপতোষক তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে
পাশ্ববর্তী ৩ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে
নিজাম বেডিং হাউজের স্বত্বাধিকারী নিজাম উদ্দীন গুরুতর আহত হলে
প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করা
হয়, সেখানে অবস্থার অবনণতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে স্থানান্তর করা হয়। পওে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ
হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে
স্থানান্তর করা হলে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসাধীন
অবস্থায় মারা যান নিজাম। ব্যবসায়ী নিজামের মৃত্যুতে এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।
৩৬ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক
নাটোর: নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার...