মিরসরাই প্রতিনিধি
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী
মিরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাথে সম্পৃক্ত ও
সাবেক ৯ সদস্যদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে)
মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় হল
রুমে অনুষ্ঠিত স্মরণসভা মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের
সভাপতি দেবদুলাল ভৌমিকের সম্মতিক্রমে স্মরণসভা পরিষদের আহবায়ক
সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং তোফাজ্জল হোসেন চৌধুরী
মাসুদ ও মলিয়াইশ উচ্চ বিদ্যায়ের প্রাক্তন ছাত্র হাসান সাইফ উদ্দিনের
যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মলিয়াইশ
উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিক। এসময়
স্বাগত বক্তব্য রাখেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম
উদ্দিন।
স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়
পরিচালনা পরিষদের সাবেক সভাপতি নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা ও
বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য মাহফুজুল হক, বিদ্যালয়ের
সাবেক প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার নাথ, বিদ্যালয়ের সহকারী প্রধান
শিক্ষক জাহাঙ্গীর কবির, প্রাক্তন ছাত্র নাজমুল হক হেলাল, আবু মোস্তফা
কামাল চৌধুরী, নিজাম উদ্দিন, জামসেদ আহমেদ ভূঁইয়া, প্রাক্তন ছাত্র ও
শামছুদ্দিন মাষ্টারের পুত্র আরিফুল ইসলাম। এসময় স্কুলের সকল শিক্ষক, ছাত্র-
ছাত্রী সহ করোনায় মারা যাওয়া ব্যক্তিদের সন্তান ও স্বজনরা উপস্থিত
ছিলেন।
মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা বিভিন্নভাবে
দায়িত্ব পালন করেছেন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
মৃত্যুবরণকারী ৯ জন হলেন সাহাব উদ্দিন, জামাল উল্যাহ, অমর কৃষ্ণ
চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, হীরা লাল চৌধুরী, সমীর কান্তি
চৌধুরী, শামছুদ্দিন মাষ্টার, সাইদুল হক, শাহাজাহান সিরাজ।