মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। ওই গৃহবধূর নাম
তাসলিমা আক্তার লিমা (২২)। সে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫
নং ওয়ার্ডের দক্ষিন অলিনগর গ্রামের মফিজের রহমানের বাড়ির সামছু
উদ্দিনের কন্যা। গৃহবধূ নিখোঁজের ঘটনায় বুধবার (১৮ মে) তার মা
জেছমিন আক্তার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ (নং-
৭০৫) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৪ বছর পূর্বে মিরসরাইয়ের ৪ নং
ধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর নাহেরপুর গ্রামের মৃত নুরুল হকের
পুত্র শাহাদাত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাসলিমা আক্তার
লিমা। সে গত ১৪ মে বিকাল ৪ টার সময় বাবার বাড়ি করেরহাটে
বেড়াতে যায়। সেখান থেকে গত মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টার সময়
ডাক্তার দেখাবে বলে বের হয়ে সেই থেকে নিখোঁজ রয়েছে। তার উচ্চতা ৫
ফুট, গায়ের রং শ্যামলা, চুল কালো, মুখমন্ডল হালকা গোলাকার, পরনে
প্রিন্টের গোলকামিজ, মাথায় মিষ্টি রংয়ের ওড়না, কালো বোরকা
পরিহিত ছিল। নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে উল্লেখিত নাম্বারে
(০১৮১৩৭১১৮৯৩,০১৮৯০৮৯৮১২৪,০১৮৮১৮৫০৮৩০ যোগাযোগ করার জন্য
অনুরোধ জানিয়েছে পরিবার।
জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সরোয়ার জানান,
নিখোঁজ গৃহবধূ তাসলিমা আক্তার লিমার মা জেছমিন আক্তার বাদী হয়ে
জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ (নং-৭০৫) দায়ের করেছেন।
বঞ্চনা নিরসনে করা কমিটির মেয়াদ বাড়ালো সরকার
আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯-২০২৪ সাল) নানাভাবে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গত বছরের ১৬ সেপ্টেম্বর কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।...