মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের চায়না হারবার নামে একটি চাইনিজ ঠিকাদারী প্রতিষ্ঠানের পেছনে একটি আধা পাকা ঘরে চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে মদ তৈরির কোটি টাকার সরঞ্জাম উদ্ধার ও ১০ হাজার লিটার মদ উদ্ধার করে র্যাব। এসময় চোলাই মদ তৈরির সাথে জড়িত বান্দরবান জেলার লামা উপজেলার শরিফুল ইসলাম এবং খুলনা জেলার ভাঙ্গার থানা এলাকার রিপনকে আটক করা হয়।
র্যাব-৭ এর লেফটেনেন্ট কর্ণেল এমএ ইউসুফ বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার পর ঘটনাস্থলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে জানান, অনেকদিন ধরে মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চল ইছাখালীর শিল্পজোন এলাকায় একটি মহল মদ তৈরির এই কর্মযজ্ঞ চালাচ্ছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। বেশ কিছুদিন অনুসন্ধানের পর চোলাই মদের কারখানা চিহ্নিত করতে পেরেছি।’
তিনি আরো জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশেষ এই অভিযানে ১০ হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরির কোটি টাকার সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
র্যাবের উর্ধ্বতন এই কর্মকর্তা আরো জানান, চোলাই মদ তৈরির সাথে জড়িত বান্দরবান জেলার লামা উপজেলার শরিফুল ইসলাম এবং খুলনা জেলার ভাঙ্গার থানা এলাকার রিপন প্রাথমিকভাবে জড়িত বলে নিশ্চিত হয়েছি। বাকি বিষয়াদি তদন্তের পর জানা যাবে।