মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ টি চাপাতি, ২ টি ছোরা, ১ টি সিগনাল লাইট এবং ৩ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন পালিয়ে যায়। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো রিফাত হোসেন (২০), স¤্রাট (২২), সাফায়েত হোসেন (২২), মেহেদী হাসান কামরুল, (২০), আবির হোসেন (২০)। এছাড়া সাকিল (২২), হৃদয় (২৫) এবং রানা (২০) নামে তিনজন পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।