মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি
সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে
অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য বিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি
মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত
চৌধুরীর সঞ্চালনায় সভায় গঠিত দুই বছর মেয়াদী ২১ সদস্যের নবীন
কার্যকরি পরিষদ (২০২২-২০২৪) এর সদস্যরা হলেন সভাপতি মির্জা
মিশকাতের রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান রাজু,
সহ-সভাপতি রিপন কুমার দাশ, সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী, সহ-
সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈমুল
হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হায়দার চৌধুরী, অর্থ
সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, সহ-অর্থ সম্পাদক আলা উদ্দীন, দপ্তর
সম্পাদক রিয়াজ উদ্দীন রাকিব, সহ-দপ্তর সম্পাদক ইমতিয়াজ বাবু, প্রচার
ও প্রকাশনা সম্পাদক সাজিদ উল্যাহ, পাঠাগার সম্পাদক অন্তু কুমার পাল,
পরিকল্পনা ও সমাজকল্যাণ সম্পাদক ইমন চৌধুরী, শিক্ষা ও সাহিত্য
সম্পাদক অমিত হাসান, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, সাংস্কৃতিক
সম্পাদক প্রান্ত চৌধুরী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফখর উদ্দীন,
আইন ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মনির হোসেন পাভেল, কার্যকরি সদস্য
জাফর ইকবাল ও আহাদ উদ্দীন।
এছাড়া কার্যকরি পরিষদের সহায়ক ২৯ সদস্যের ৯ টি উপ-পরিষদ গঠন করা
হয়। উপ-পরিষদ সমূহের সদস্যরা হলেন শিক্ষা পরিষদের আহবায়ক রাহি বিন
আজাদ, যুগ্ম আহবায়ক আজিজুল হাকিম, যুগ্ম আহবায়ক মো.
হাসান, সদস্য সচিব আসিফুল ইসলাম, ক্রীড়া পরিষদের আহবায়ক-
অনিক ভৌমিক, যুগ্ম আহবায়ক নুর উদ্দীন শাকিল, যুগ্ম আহবায়ক
জোবায়ের আলম অপু, সদস্য সচিব নুরের নবী, যুগ্ম সচিব সজীব
হোসেন, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক শাখাওয়াত হোসেন রণি,
যুগ্ম আহবায়ক ছাদিয়া সুলতানা, যুগ্ম আহবায়ক ফারিয়া
মেহজাবিন ফেমী, সদস্য সচিব শিমুল মজুমদার, স্বাস্থ্য পরিষদের
আহবায়ক আল আমিন, সদস্য সচিব মো. ইব্রাহীম, পাঠাগার পরিষদের
আহবায়ক মাহমুদুল ইসলাম সোরাইয়েম, যুগ্ম আহবায়ক মেহেদী
হাসান, সদস্য সচিব মো. ইব্রাহীম, যুগ্ম সচিব নাহিদুল ইসলাম,
সমাজকল্যাণ পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক
নাহিদুল আলম, সদস্য সচিব আরমান হোসেন, পরিবেশ পরিষদের
আহবায়ক নাঈমুর রহমান সামির আহবায়ক, সদস্য সচিব ছায়েম উদ্দীন,
যুগ্ম সচিব নাদির হোসেন রাকিব, দপ্তর পরিষদের আহবায়ক জহির উদ্দীন,
সদস্য সচিব ইফতেখার উদ্দীন ও আইটি পরিষদের আহবায়ক শাহ ইফরাত
চৌধুরী, সদস্য সচিব যুবায়েত আলম সাকিব।
গভার শেষ পর্যায়ে নবীন কার্যকরি পরিষদ ও উপ-পরিষদ সমূহের সদস্যদের
অভিষেক, দায়িত্ব হস্তান্তর এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।