মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দর্শকনন্দিত ফুটবল টুর্ণামেন্ট দুর্বার ডিপিএল’র
উদ্বোধন হয়েছে। শুক্রবার উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল
আয়োজনে শুরু হওয়া ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে সামাজিক
স্বেচ্ছাসেবী সংস্থা দুর্বার প্রগতি সংগঠন। ৫ম বারের মত
আয়োজিত এ লীগ টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সংগঠনের
সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
সৈকত চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে ডিপিএল এর শুভ উদ্বোধন
করেন মিরসরাই থানার ওসি মজিবুর রহমান পিপিএম, সাবেক উপজেলা
ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের
সাবেক সভাপতি নুরুল আবছার, শিক্ষানুরাগী তোফাজ্জল হোসেন
চৌধুরী মাসুদ ও দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি
হাসান সাইফ উদ্দীন।
দুর্বার শিরোপা জয়ের লড়াইয়ে এবারকার আসরে আট দলের অংশগ্রহণে
রেজিষ্ট্রেশন ও ট্রায়াল ম্যাচে বাছাই প্রক্রিয়া শেষে সমগ্র উপজেলা
থেকে প্রায় দুইশত উদীয়মান ফুটবলার এই টুর্র্ণামেন্টে অংশ নেন।
অংশ নেওয়া দল মালিকানায় আছেন নজরুল ইসলাম-ইউনিক ফাইটার্স,
ফরহাদ উদ্দিন-রাইভ্যাল সোলজার্স, বেলাল হোসেন-পাস্তোরাল চ্যালেঞ্জার্স,
আশরাফ উদ্দিন- ব্রাদার্স ইউনাইটেড, ফরহাদ উদ্দিন ফাহাদ-এ্যারোলাইট
ফাইটার্স, টিপু সুলতান-ডায়নামিক ওয়ারিয়র্স, মেহেদী হাসান
জিকু-লায়ন হার্টেড ও আরিফুল ইসলাম-রেসি রেইঞ্জার্স।
সংগঠনের ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ বাবু, ডিপিএল পরিচালনা পরিষদ
আহবায়ক রিপন কুমার দাশ, সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ ও ক্রীড়া
পরিষদের পরিচালনায় দুর্বার প্রিমিয়ার লীগ টুর্ণামেন্ট অনুষ্ঠিত
হচ্ছে। উদ্বোধনী ম্যাচে রাইভ্যাল সোলজার্স ফুটবল দল পাস্তোরাল
চ্যালেঞ্জার্স ফুটবল দলকে হারিয়ে তিন দুই গোলে জয় অর্জন করে।
পাস্তোরাল চ্যালেঞ্জার্স ফুটবল দলের অধিনায়ক তারেক ম্যান অব দ্য ম্যাচ
নির্বাচিত হন।