মিরসরাইয়ে হাজী শুকুরুল্লাহ শাহ্ জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূঁইয়া গ্রাম হাজী শুকুরুল্লাহ শাহ্ (মিয়া সাহেব) জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার মসজিদ প্রাঙ্গন অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ঢাকা তালিমুল আবরাব মাদ্রাসার অধ্যক্ষ ও ঢাকা বিজয়নগর বাইতুর নুর জামে মসজিদের খতিব ড. মুফতি মো. জাকারিয়া নূর। বিশেষ বক্তা ছিলেন ঢাকা ধানমন্ডি সাইন্স ল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঢাকা মিরপুর জামেয়া ইসলামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার প্রধান মুফতি ও অধ্যক্ষ মুফতি মো. শামসুদ্দোহা আশরাফী, ফেনী লালপোল জামেয়া সুলতানিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি শোয়াইব উদ্দিন শরিফ, মির্জাপুর মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো.জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা একেএম আলা উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এএসএম রেজাউল করিম, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আজিজুল হক আজিম। মাহফিলের সভাপতিত্ব করেন হাজী শুকুরুল্লাহ শাহ্ (মিয়া সাহেব) জামে মসজিদেও সভাপতি হাজ্বী মহিউদ্দিন খাঁন। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী শুকুরুল্লাহ শাহ্ (মিয়া সাহেব) জামে মসজিদের সাধারণ সম্পাদক আলা উদ্দিন ভূঁইয়া, কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম বাবুল, দাউদ খাঁন, আজম খাঁন প্রমুখ। এসময় হাজী শুকুরুল্লাহ শাহ্ (মিয়া সাহেব) জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেক চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা একেএম আলা উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আজিজুল হক আজিমকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মাহফিলে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও উপজেলার বিভিন্ন স্থানের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

Exit mobile version