মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১৭ দিন ধরে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। তার নাম বাবুল ভৌমিক (৫৫)। নিখোঁজের ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি জোরারগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন নিখোঁজ বাবুল ভৌমিকের ভাগিনা সঞ্জয় মজুমদার। ১৭ দিনেও বাবুল ভৌমিকের সন্ধান না পাওয়ায় দিশেহারা তার পরিবার।
জানা যায়, ১৫ ফেব্রুয়ারি বাবুল ভৌমিক তার বোনের বাড়ি হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নারায়ন ডাক্তার বাড়ীতে বেড়াতে যান। সেখান থেকে ১৭ ফেব্রুয়ারি রাত প্রায় ১ টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৮ ফেব্রুয়ারি বাবুল ভোমিকের ভাগিনা সঞ্জয় মজুমদার জোরারগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী (নং-৮১৩) দায়ের করেন। বাবুল ভৌেিকর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল হালকা লম্বাটে, মাথার চুল সাদা, পরনে লাল খয়েরী কম্বল, গায়ে নীল রংয়ের শার্ট, পায়ে প্লাষ্টিকের কালো জুতা ছিল। তিনি মিরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ যদি তার সন্ধান পান তাহলে উল্লেখিত নাম্বারে (ছেলে-০১৮৫৯৪৭৭২০০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবসে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়নে জ্বালানি নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের দাবি
সংবাদ বিজ্ঞপ্তি ৮ মার্চ ২০২৫, চট্টগ্রামঃ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে “বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়নঃ টেকসই উন্নয়নে জ্বালানি নিরাপত্তা ও...