মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, ডেপুটি এ্যার্টনি জেনারেল এ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক কাস্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আকবর হোসেন, ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল।
চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে পদক পাওয়ায় মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
ইফতার মাহফিল ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালা উদ্দিন সেলিম চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহি উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ^াস, মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মিরসরাই পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসেন, মিরসরাই কলেজের সহকারি অধ্যাপক সাইফুল হক সিরাজী, ইছাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু নোমান, করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কবি ও লেখক মাহমুদ নজরুল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়া, যুগ্ম সম্পাদক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট নুরুল করিম এরফান, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রায়হান, মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন, স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড়ের সভাপতি নিজাম উদ্দিন, উদয়ন ক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, ইগনাইট মিরসরাই’র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, অদম্য যুব সংঘের নির্বাহী পরিচালক এনামুল হক সোহাগ, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, হিতকরীর পরিচালক শহীদুল ইসলাম রয়েল, সোনালী স্বপ্ন পাঠাগারের সাবেক সভাপতি মঈনুল ইসলাম টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।