জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং এর স্পেশাল ক্যাডেট ব্যাচ ২০২৫ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবৃত্তি ২০২৪ প্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ এবং ২০২৪ সালে অত্র কোচিং হতে বিভিন্ন ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর’২০২৪) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিকেল ৩ টায় দিনাজপুরে সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং এর স্পেশাল ক্যাডেট ব্যাচ ২০২৫ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবৃত্তি ২০২৪ প্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ এবং ২০২৪ সালে অত্র কোচিং হতে বিভিন্ন ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এবং সাবেক ডীন ও ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের ওয়ান। অনুষ্ঠানে সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমিরুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ লাল মিঞা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী দুলাল, দিনাজপুর সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং এর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডগলাস ডালিম। অনুষ্ঠানে অত্র কোচিং এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র ইংরেজি শিক্ষক আমির হামজা রোমান, সিনিয়র গণিত শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী পরিচালক মোঃ আবু তাহের প্রমুখ।##