মোহাম্মদ ইমাদ উদ্দীন
পাক – বাংলা-ভারত উপমহাদেশের স্বণামধন্য ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, কলকতা অতঃপর ঢাকা সরকারী আলিয়া মাদরাসা এর সাবেক মুহাদ্দিস, কলকতা নাখোদা মসজিদ অত:পর ঢাকা বায়তুল মুকাররম মসজিদ এর ভূতপূর্ব খতীব, মুজাদ্দেদীয়া নক্শবন্দীয়া তরীকত জগতের উজ্জল নক্ষত্র,নবী বংশের উজ্জল প্রদীপ, অসংখ্য গ্রন্থ প্রণেতা মুফতি সৈয়্যদ আমীমুল ইহছান মুজাদ্দেদী বরকাতী (রহঃ) নিজের স্বীয় পীর ও শায়খ হযরত শাহ সৈয়্যদ বরকত আলী শাহ, হযরত আবু সা’দ আহমদ কেবলায়ে আলম ও স্বীয় চাচা ও পীর হযরত আবদুদ দায়্যান ‘রহমাতুল্লাহ আলাইহিম আজমাঈন’ এর দৈনন্দিন আমল সমূহ, তাঁদের নির্ধারিত ও বর্ণিত দোয়া, অজীফা, আওরাদ ও আশগাল নিয়ে উর্দুভাষায় “অজীফায়ে সা’দীয়াতুল বারকাতীয়া” পুস্তকটি রচনা করেন। মুফতি সাহেবের এ পুস্তকটি বিশিষ্ট লেখক, গবেষক, অনুবাদক এবং অসংখ্য গ্রন্থের প্রণেতা অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান আরবী ভাষায় অনুবাদ করেন। এই অনুবাদ গ্রন্থটি অনুবাদকের এক অনন্য সৃষ্টি। মূলত এ অজীফার আলোচ্য বিষয়সমূহের প্রধান আকর্ষন হলো পবিত্র কুরআন শরীফ হতে বাছাইকৃত ৩৩ আয়াতের অপূর্ব সংকলন। মুফতী সাহেব এ ৩৩ আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছেন- বিশিষ্ঠ বুজুর্গ হযরত শাহ আহমদ সাঈদ (রহঃ) বলেছেন- যে ব্যক্তি এই ৩৩ আয়াত ফজর ও মাগরিব নামাযের পর পড়বে, সে আল্লাহ পাকের পূর্ণ হিফাযতে সম্পূর্ণ নিরাপদে থাকবে। সে ব্যক্তির উপর বিষাক্ত জন্তুর প্রতিক্রিয়া বা যাদু-টোনা,বদদোয়া প্রভৃতি কোন কিছুতেই ক্ষতি করতে পারবে না। তাকে আল্লাহ পাক সর্ব প্রকার শয়তানী চক্রান্ত ও শত্রুর আক্রমন থেকে ও বাঁচিয়ে রাখবেন। শাহ ওলী উল্লাহ মুহাদ্দিস দেহলবী (রহঃ) ৩৩ আয়াতের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেছেন- এই ৩৩ আয়াতকে চার কুল অর্থাৎ ছুরা মাউন, ছুরা এখলাছ, ছুরা ফালাক ও ছুরা নাছের সাথে পড়বে, যাদু-টোনা থেকে পরিত্রান এবং শয়তানী চক্রান্ত ও হিংস্র জন্তুর আক্রমন থেকে আল্লাহ্ পাক হিফাযতে রাখবেন ।
‘দৈনন্দিন এ অজিফা গুলি অধ্যয়ন ও চর্চার ফলে পাঠকদের ঈমান তাজা হবে। অন্তর পবিত্র ও নির্মল হবে। হৃদয় ও আত্মা সমূহ উন্নতি ও বিকাশ লাভ করবে। ইহকালীন ও আখিরাতের কল্যাণ লাভে সমর্থ হবে। আল্লাহ পাক লেখক ও অনুবাদকের এ প্রয়াস কবুল ও মঞ্জুর করুন। লেখকের প্রতি দোয়া ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। একই সাথে এই বইটির পাঠক প্রিয়তা কামনা করি।
গ্রন্থ: অজীফায়ে সা’দীয়া বারকাতীয়া ওয়াশ শাজরাতুত তাইয়্যেবাতুল মোবারাকা
মূল লেখক: মুফতি সৈয়্যদ আমীমুল ইহছান মুজাদ্দেদী বরকাতী (রহ)
অনুবাদ ও সম্পাদনা: মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান
প্রকাশক: মুহাম্মদ আতাউর রহমান রাফি
প্রকাশনায়: ইসলামিক রিসার্চ সেন্টার,চন্দনাইশ,চট্টগ্রাম
প্রকাশকাল: ০৮ই ফেব্রুয়ারী ২০২২
পৃষ্ঠা: ৮৮
হাদিয়া: ১০০ (একশত টাকা) মাত্র
আলোচক : কলামিস্ট।
লেখা প্রেরণ :
মোহাম্মদ ইমাদ উদ্দীন।
C/O, মাওলানা মন্জিল, চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২, পূর্ব জোয়ারা (৪৩৮০), চন্দনাইশ,