মুশফিকের বদলি হিসেবে টেস্ট দলে চমক

চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। যার জেরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক এই ব্যাটার।

মুশফিকের বদলি কে হবেন, তা নিয়ে ছিল আলোচনা। শোনা যাচ্ছিল, প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলা নুরুল হাসান সোহান ফিরতে পারেন টেস্টে। যেহেতু সোহানও উইকেটরক্ষক, তাই তাকেই এগিয়ে রাখা হচ্ছিল।

 

কিন্তু সোহান নন, শেষ পর্যন্ত মুশফিকের বদলি হিসেবে চমক এলো। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন তাওহিদ হৃদয়। আগামীকালের মধ্যেই হৃদয়ের সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন তাওহিদ হৃদয়।

গত বছরের মার্চে আন্তর্জাতিক অভিষেক হওয়া হৃদয় বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এখনো টেস্ট অভিষেক না হলেও ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন হৃদয়। পরিসংখ্যান বেশ ভালো। ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৯১৩ রান। সেঞ্চুরি ৩টি, আছে ২১৭ রানের একটি ইনিংসও।

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে আগামী ২২ মার্চ থেকে।

Exit mobile version