নিজস্ব সংবাদদাতা:
বন্দরের মুসাপুরে ৬০নং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যায়ের
ছাত্র-ছাত্রীদের চলাচলের রাস্তাটি এখনো খুলে দেয়া হয়নি। ১২ডিসেম্বর
সোমবার নিন্দনীয় এ ঘটনার দীর্ঘ ২২দিন অতিবাহিত হলেও জোর-জবর দখলকারী
নাসিরউদ্দিন গং অদ্যাবধি তা বন্ধ রেখেছে। কোমলমতি শিক্ষার্থী ও এলাকার
মুসল্লীদের মসজিদে চলাচলের জন্য বন্দর উপজেলা নির্বাহী অফিসার
বি.এম.কুদরত-এ-খুদা ও মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ
হোসেন নাসির গংকে লোক মাধ্যমে বলা হলেও উচ্ছশৃঙ্খল নাসির উপজেলা নির্বাহী
অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তোয়াক্কা না করে বীরদর্পে তাদের
দোর্দন্ড প্রতাপ অব্যাহত রেখেছে। এদিকে শিক্ষার্থী ও মুসল্লীদের চলাচলের
রাস্তা বন্ধ করে দেয়ায় জনমনে নানা ক্ষোভের সঞ্চার করছে।