রংপুর বিভাগীয় প্রতিনিধি: ঘন সবুজে আবৃত বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঝখানে মেঠোপথ, তার দু’পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তালগাছ। এমন সুন্দর ও নৈসর্গিক দৃশ্য এখন খুঁজে পাওয়া দুর্লভ। গ্রামীণ জীবনের এমন প্রতিচ্ছবিতে আকৃষ্ট হচ্ছে পথিকগণ। কালের প্রবাহে হারিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এ কারণে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাচ্ছে না মানুষ, পশু-পাখিসহ জীববৈচিত্র্য। মেঠোপথের দু’ধারে দাঁড়িয়ে থাকা তালগাছের এমন দৃশ্য চোখে পড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর-ইসবপুর কাঁচা রাস্তায়। এ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে প্রকৃতিপ্রেমিরা প্রতিনিয়ত আসে। প্রিয়জন, বন্ধু-বান্ধবদের সঙ্গে এসে আনন্দ উপভোগ করেন তারা। জানা যায়,পরিবেশের ভারসাম্য রক্ষাসহ মানুষ ও পশু-পাখিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার লক্ষ্যে প্রায় ২০ বছর আগে একটি প্রকল্প থেকে তালগাছের চারা রোপণ করা হয়। বজ্রপাত নিরোধক ও পরিবেশবান্ধব গাছগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করছে। পরম বন্ধু এ গাছে ইতোমধ্যে ফল আসারও সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছে বাবুই পাখিরা। মাঝে মধ্যে এ পাখিগুলোর কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। সবুজ পাতার ছায়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো দৃষ্টিনন্দিত হয়ে উঠছে। সেই সঙ্গে প্রকৃতিপ্রেমিরাও চিরায়ত গ্রামবাংলার এ সৌন্দর্য উপভোগ করছে। জান্নাতি আক্তার মৌ নামে এক শিক্ষার্থী বলেন, একসময় বাড়ি থেকে অন্য পথে কলেজে যাওয়া-আসা করছিলাম। এখন তাহেরপুর-ইসবপুর মেঠোপথের এ তালগাছের টানে এ পথে যাতায়াত করি। সারি সারি তালগাছের রূপে আমরা মুগ্ধ। বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেহাজ উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, বজ্রপাতে রক্ষাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে তালগাছ মানুষের জান-মাল রক্ষা করে। তবে আগের মতো তালগাছগুলো তেমন চোখে পড়ে না। উপকারি বিভিন্ন বৃক্ষ দিন দিন বিলুপ্তির পথে। এরই মধ্যে ওই রাস্তার পাশে তালগাছগুলো মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাচ্ছে। সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল মামুন সরকার মিলন বলেন, জীবনবৈচিত্র্য রক্ষা করছে তালগাছগুলো। তাহেরপুর-ইসবপুর রাস্তার এ গাছগুলো যাতে করে নষ্ট না হয়, সে জন্য পদক্ষেপ নিয়েছি। স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পরিচর্যা করা হচ্ছে। গাইবান্ধা কৃষি বিভাগের উপ পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন,তালগাছ বজ্রপাত নিরোধক ও পরিবেশবান্ধব। প্রাকৃতিক দুর্যোগে মাঠে কৃষকের মৃত্যুর ঝুঁকি কমাতে মানুষদের তালগাছ লাগানোর উদ্ধুদ্ধ করা হচ্ছে।
মেঠোপথের তালগাছে মুগ্ধ হচ্ছে পথিক
-
by admin
- Categories: আলোচিত নিউজ/ছবি, রংপুর বিভাগ
Related Content
হাটের সরকারি জায়গা দখল করে বিক্রি করে দেয়ার অভিযোগ
by admin ০৩/০৩/২০২৫
রংপুরে নেসকো’র সভায় মুজিববর্ষের লোগো
by admin ০২/০৩/২০২৫
বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত
by admin ০২/০৩/২০২৫
খানসামায় স্ট্রবেরি চাষে সাফল্য, অল্প পুঁজিতে অধিক লাভের আশা
by admin ০১/০৩/২০২৫
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে পার্বতীপুর জামাতে মিছিল ও সমাবেশ
by admin ০১/০৩/২০২৫