এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশে সংক্রান্তি একটি বড় উৎসব। পশ্চিম গোদাভারির নারসাপুরামের একটি পরিবার এ উৎসব উদযাপনে ব্যতিক্রমী আয়জন করেছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তারা মেয়ের হবু জামাইয়ের জন্য মহাভোজের আয়োজন করেছে এবং খাবারের মেন্যু বেশ লম্বা।
পরিবারটি হবু জামাইকে রাজকীয় ভোজ পরিবেশন করে, যেখানে ছিল ৩৬৫ পদের খাবার। তেলেগু ঐতিহ্যে জামাইকে বার্ষিক নবান্ন উৎসবে দাওয়াত করে খাওয়ানোর প্রচলন রয়েছে এবং পরিবারটি ৩৬৫ পদের খাবার প্রস্তুত করে হবু জামাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। খাবারের তালিকায় রয়েছে ৩০ প্রকারের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও ঐতিহ্যবাহী ১০০ রকমের মিষ্টি, ১৫ ধরনের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা ও গরম পানীয়, ফল। সূত্র: ইন্ডিয়া টুডে7