এস.এম. সাইফুল ইসলাম কবির , বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এ.বি গজালিয়া বজারে ব্যবসায়ী মো. জাফর আল মামুন একটি দোকান ঘর ক্রয়ের পর থেকে দখলে যেতে দেয়নি প্রভাবশালী মহল। উল্টো দোকান ভাংচুর করে মালামাল লুটের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছেন মো. শাহিন খান।
জানাগেছে, পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. জাফর আল মামুন, ছোট ভাই মাসুদ পারভেজ ২০১৯ সালে আকরাম হোসেন হাওলাদারের কাছ থেকে .৬৬ শতক জমি দোকানসহ ৪ লাখ টাকা মূল্যে ক্রয় করছে। পরবর্তীতে মিউটেশন, খাজনা পরিশোধ করে আসছেন। গত ৬ বছর ধরে ওই দোকান ঘরের একই দাগে হওয়ায় দখলে নিয়েছে অন্য ব্যবসায়ী তেলিগাতি ইউনিয়নের মো. শাহিন খান।
এ নিয়ে শাহিন খান বাগেরহাট বিজ্ঞ আদালতে ২০১৯ সালে ৯ হাজার ২শ’ টাকা কোর্ড ফি দিয়ে একটি বাটোয়ারা মামলা দায়ের করে। পরবর্তীতে ২০২৩ ওই মামলায় মো. জাফর আল মামুনের পক্ষে রায় হয়। রায় হওয়ার পরেও জাফর আল মামুন ওই দোকানে দখলে যেতে পারেনি। পুনরায় রায়ের পক্ষে আপিল করে শাহিন খান। জোরপূর্বক দখলে নিয়েছে ব্যবসায়ী মো. জাফর আল মামুনের ক্রয় করা দোকান ঘর। ক্রয়ের ৬ বছর অতিবাহিত হলেও দোকানঘর উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে ব্যবসায়ী মো. জাফর আল মামুন বলেন, ২০১৯ সালে অনেক কষ্ট করে করে দোকানঘর ক্রয় করেছি। আজ পর্যন্ত দখলে যেতে পারেনি। প্রভাবশালী মহলের ছাত্রছায়ায় দোকানঘরে সার তুলে বিক্রি করছে। পুনরায় দোকানে সার তোলার জন্য প্রস্তুতি নেয় এতে বাঁধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেই সময়ে প্রায় একশ’ মানুষ উপস্থিত ছিলো, এক পর্যায়ে হুমকি দেয়। উল্টো ৭ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করে। যা সম্পূন্ন মিথ্যা ভিত্তিহিন। আমি উর্দ্ধতন প্রশাসনের প্রতি জোর দাবি যাতে করে ক্রয়সূত্রে দোকানঘরটি ফিরে পেতে পারি। এ ঘটনায় মোরেলগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। #