দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহসান টিটু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ।
বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, মাওলানা আব্দুল খালেক, মতিউর রহমান বাচ্চু, শামীম আহসান ফকির, আসাদুজ্জামান মিলন, মুক্তা খানম মাহমুদা, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান রুবেল, শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নু, মশিউর রহমান জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ ও সদস্য সচিব মিঠু হাওলাদার,ডা: এস এম মারুফ হোসাইন প্রতিস্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতীয়তা বাদি পল্লী চিকিৎসক এশোসিয়ন কেন্দ্রীয় কমিটি। ডা: রমিজ উদ্দিন শেখ
সভাপতি উপজেলা পল্লী চিকিৎসক এশোসিয়ন , ডা: মিরাজ. ডা: আবুবকর ., মামুন বেপারী পলাশ খান.বহরবুনিয়া ইউনিয়ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন খান সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।# ##
উৎসবের আমেজে ঠাকুরগাঁওয়ে গণতন্ত্র উৎসব পালন
উৎসবের আমেজে ঠাকুরগাঁওয়ে গণতন্ত্র উৎসব পালন জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও: ঢাকঢোল, নাচ-গানে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজে পালিত হয়েছে গণতন্ত্র উৎসব। যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এ উৎসবটি অনুষ্ঠিত হয়। আজ সকালে শহরের পাবলিক ক্লাব মাঠে উৎসবটির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এছাড়াও বক্তৃতা দেন যুব উন্নয়ন ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মনসুর আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি জাকির মোস্তাফিজ মিলু। উৎসবের অংশ হিসেবে ৮টি স্টল প্রদর্শিত হয়, যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, গণতন্ত্র রক্ষা, নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার সচেতনতা, নারীর ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ-তরুণীদের নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসীম। ছেলে-মেয়ে বৈষম্য দূরীকরণের মাধ্যমে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটার অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। এজন্য আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। জসীমউদ্দীন ইতি