পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল।
এরপর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসাধারণ সেঞ্চুরি করেন লিটন দাস। ১৩৮ রানের দুর্দান্ত ইনিংসে খেলেন। এতে প্রথম ইনিংসে মাত্র ১২ রানে এগিয়ে থাকতে পারে পাকিস্তান।
ম্যাচের পর সেই অসাধারণ কীর্তির স্বীকৃতি পেয়েছেন লিটন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন এই টাইগার ব্যাটার। দ্বিতীয় ইনিংসে অবশ্য লিটনকে মাঠে নামতে হয়নি। তার আগেই বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
অন্যদিকে ব্যাট-বল দুটোতেই দারুণ পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজে ব্যাট হাতে করেছেন ১৫৫ রান। আর বল হাতে তুলে নিয়েছেন ১০ উইকেট। এমন পারফরম্যান্সে সিরিজসেরা নির্বাচন করতে বেগ পেতে হয়নি ম্যাচ অফিসিয়ালদের।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়টি একরকম অবিশ্বাস্যই ছিল। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ার পরও লিটন দাসের সঙ্গে ১৫৬ রানের অনবদ্য এক জুটি উপহার দেন মিরাজ। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৭৮ রানে ফিরতে হয় তাকে।