যশোরে লোকজ সংস্কৃতি উৎসব ও বৈশাখী মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।

জীবন আচার্য্য
যশোর প্রতিনিধি  :
যশোর ইনস্টিটিউট ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত লোকজ সংস্কৃতি উৎসব ও বৈশাখী মেলার তৃতীয় দিনে দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে। তীব্র গরম উপেক্ষা করে প্রতিদিনই দর্শনার্থীরা যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দান (টাউন হল) মাঠে লোকজ সংস্কৃতি উৎসব ও বৈশাখী মেলায় ভিড় জমাচ্ছে।উৎসব উপলক্ষে শতাব্দী বটতলে, রওশন আলী মঞ্চে, প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও মেলা প্রাঙ্গনে শিশু কিশোরদের জন্য রয়েছে নাগরদোলা, নৌকা দোলনা ও ট্রেনসহ বিভিন্ন রাইড। এসব রাইডসে চড়তে জড়ো হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। মেলার অর্ধ-শতাধিক স্টলে বিক্রি হচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রী। সরেজমিন গিয়ে দেখা যায়, বিকেল গড়াতেই বাড়তে থাকে দর্শনার্থীর ভিড়। সন্ধ্যায় সেটি হয়ে ওঠে জমজমাট। মেলা মঞ্চে বিকাল ৪ টা থেকে  রাত ১০টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য দীর্ঘ ৩ দশক পর  যশোর  জেলা প্রশাসনের সহযোগিতায় যশোর ইনস্টিটিউট ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে  এই লোকজ সংস্কৃতি উৎসব ও বৈশাখী মেলা।১৩ এপ্রিল থেকে  ২৩ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা।
Exit mobile version