যশোর পৌর এলাকার ৪৮টি পূজামণ্ডপে আর্থিক  সহায়তা প্রদান।

জীবন আচার্য্য (যশোর প্রতিনিধি) : –
অাসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে  যশোর পৌরসভা কতৃপক্ষের পক্ষ থেকে  পৌর এলাকার ৪৮ টি পূজা মন্ডপের প্রত্যেকটি মন্ডপে জন্য ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে  পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে  যশোর পৌরসভার মতবিনিময় সভায় এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।পৌর প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু,  রাশেদ আব্বাস রাজ, রাজিবুল আলম, রোকেয়া পারভিন ডলি, নাসিমা আক্তার জলি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিদ হাসান, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রধান নির্বাহী প্রকৌশলী এস এম  শরীফ হাসান, সহকারী নির্বাহী প্রকৌশলী বিএম কামাল আহমেদ,  প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক অশোক কুমার বোস, দপ্তর সম্পাদক অজয় সিংহ রায়, সহ দপ্তর সম্পাদক দুর্গা পদ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন সাহা, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ।মত বিনিময় সভায়  পূজা উদযাপন পরিষদের আবেদনের প্রেক্ষিতে  মন্ডপ এলাকায়  জলাবদ্ধতা দূর করতে এবং দর্শনার্থী ও পূজারীদের চলাচলের সুবিধার্থে   রাবিস ও ইট দিয়ে রাস্তা সংস্কারের আশ্বাস প্রদান করেন পৌর প্রশাসক রফিকুল হাসান। এসময় পৌর প্রশাসক রফিকুল হাসান জানান,  মন্ডপ এলাকায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে।  এছাড়া তিনি বলেন মশক নিধনের জন্যও পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে।
Exit mobile version