বিনোদন ডেস্ক : এই সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রীদের একজন মেহজাবীন চৌধুরী। প্রায় বছরজুড়ে শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয় এই অভিনেত্রীকে। নিজের অভিনয় দক্ষতায় লক্ষ-কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে মেহজাবীনের নাম। যদিও তারকাদের ক্ষেত্রে এটি খুবই স্বাভাবিক। তবে মেহজাবীনের ক্ষেত্রে নামের বানান ভুল হওয়ায় সাংবাদিকের কাছে তা ঠিক করে লেখার আবদার জানিয়েছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই আবদার জানিয়েছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘সকল সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি! আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমি সব সময় পেয়েছি।’
মেহজাবীন আরও লিখেছেন, ‘আরেকটি আবদার করতে চাই। আমাকে নিয়ে যখন আপনারা গুছিয়ে সুন্দর করে রিপোর্ট লিখেন আমার খুব ভালো লাগে। তবে শুধু অল্প কিছু সংবাদ মাধ্যমেই আমার নামের সঠিক বানান দেখতে পাই। যারা এখনো জানেন না, তারা একটু আমার নামের সঠিক বানানটা জেনে নিন- বাংলা: মেহজাবীন চৌধুরী। অনেক ধন্যবাদ।’