এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
আগামী বছরের জানুয়ারি পর্যন্ত পেলোসি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর নতুন কংগ্রেস দায়িত্ব নেবে। তখন দুই মেয়াদে ডেমোক্র্যাটিক মাইনোরিটির নেতৃত্ব দেবেন জেফরিস। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এ দায়িত্ব পালন করবেন তিনি।