ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২১-২০২২ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দিলু মওলা(জর্জিয়া), যুগ্ম নির্বাহী সচিব-নাহিদুল খান সাহেল (জর্জিয়া) এবং কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী মানিক (জর্জিয়া)।
আউটস্ট্যান্ডিং সদস্যরা হলেন- জাকারিয়া চৌধুরী (নিউ ইয়র্ক), জি. আই. রাসেল (ভার্জিনিয়া), নুরুল আমিন (ভার্জিনিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), মোহাম্মদ এম. জহির রহমান জহির (ফ্লোরিডা), ড. জয়নুল আবেদীন (ক্যালিফর্নিয়া), শাহ হালিম (টেক্সাস), বেদারুল ইসলাম বাবলা (নিউ ইয়র্ক), মোহাম্মদ এম. আরেফিন (বাবুল) (জর্জিয়া)।
নির্বাচিত ১৭টি প্রতিনিধি সংগঠন হলো যথাক্রেমে- বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড (ইলিনয়েস), বাংলাদেশ এসোসিয়াটিও অফ নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ (নিউ জার্সি), ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইন্ক্, (ভার্জিনিয়া), বাংলাধারা (জর্জিয়া), বাংলাদেশ থিয়েটার (হিউস্টন, টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন (হিউস্টন, টেক্সাস), বাংলা ফাউন্ডেশন (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা (বাই, ডিসি), বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন (টেক্সাস), মানচিত্র ফাউন্ডেশন (জর্জিয়া), প্রিয়বাংলা (ভার্জিনিয়া), বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অফ জর্জিয়া (জর্জিয়া), বাংলাদেশ আমেরিকান উইমেন এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (ডিসি), শতদল ইন্ক্ (নিউ জার্সি), বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস)।
আগামী ২০২২ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন-বাংলাদেশ এসোসিয়াটিও অফ শিকাগোল্যান্ড (শিকাগো, ইলিনয়েস) এবং আগামী ২০২৩ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন- বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ টেক্সাস (টেক্সাস)।
দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনারবৃন্দরা হলেন-প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম, নির্বাচন কমিশনার রবিউল করিম ও নির্বাচন কমিশনার ড. জিনাত নবী প্রমুখ।